ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
সিরাজগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দেশের তৃতীয় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চর মালশা পাড়া মহল্লায় যমুনা নদীর ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ পাশে এ বায়ু বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ ইরতিজা হাসানের সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (নবায়নযোগ্য জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন পরিদফতর) পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান প্রমুখ।

ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৪২ কোটি টাকা ব্যয়ে  ৮টি টাওয়ারের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। যা থেকে ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এরআগে কুতুবদিয়ায় ১ মেগাওয়াট ও ফেনিতে ১.৯ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।