ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

মধুপুরের জয়নাতলী বাজারে আগুন, ১৪ দোকান পুড়ে ছাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৭, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
মধুপুরের জয়নাতলী বাজারে আগুন, ১৪ দোকান পুড়ে ছাই মধুপুরের জয়নাতলী বাজারে আগুন, ১৪ দোকান পুড়ে ছাই

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের জয়নাতলী বাজারে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ড হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে।

এসময় বিক্রির জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে আগেই লোকজন নিরপদ দূরত্বে অবস্থান নেন।  

তবে মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরেছে। তিনি আরো জানান, রাত ১টার দিকে খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।

আগুনে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকার মতো হবে বলে মনে করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ