ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

কমলগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, ফেব্রুয়ারি ৩, ২০১৮
কমলগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৩

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে অপহৃত চম্পা দে (৪৫) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।

আটকরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. শুকুর আহমদ (৪৮), শ্রীমঙ্গলের রাজাপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. মোহিত আহমদ (৩৫) ও কমলগঞ্জ উপজেলার গুলের হাওর গ্রামের ইয়াকুব আলীর ছেলে কাউসার আহমদ (২৫)।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় পশ্চিম বাজার এলাকা থেকে প্রমি হেলথ কেয়ারের মালিক চম্পাকে অপহরণ করা হয়। এরপর দিন শুক্রবার (২ ফেব্রুয়ারি) অপহৃত ব্যবসায়ীর স্ত্রী লিপিকা দে বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি ডায়েরি করেন। পরে পুলিশ শ্রীমঙ্গল শহরের একটি বাড়ি থেকে চম্পাকে উদ্ধার করে। এসময় অপহরণের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।