ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, ফেব্রুয়ারি ৩, ২০১৮
নাটোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি দগ্ধ

নাটোর: নাটোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কাজি আবুল মহসীন (৬৫) ও তার স্ত্রী জেবুন্নেসা বেগম ওরফে সেতারা (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পালপাড়া বড়গাছা এলাকায় তাদের বাসভবনে এ দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার স্টেশন ও এলাকাবাসী জানায়, দুপুরে মহসীন ও জেবুন্নেসা রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন।

এসময় মহসীন গ্যাসের চুলায় আগুন ধরালে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ওই দম্পতি অগ্নিদগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন সন্ধ্যায় বাংলানিউজকে জানান, গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়লে দুইজন আহত হন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।