ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে চোলাই মদ সংরক্ষণের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, ফেব্রুয়ারি ৩, ২০১৮
নাটোরে চোলাই মদ সংরক্ষণের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

নাটোর: নাটোরে চোলাই মদ সংরক্ষণের দায়ে ফতন কর্মকার (৪৫) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শামিম ভুঁইয়া এ আদেশ দেন। ফতেন কর্মকার সদর উপজেলার একডালা গ্রামের বাসিন্দা।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আলমঙ্গীর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে একডালা গ্রামে অভিযান চালিয়ে দুই লিটার চোলাই মদসহ ফতেনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।