ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

পাঁচ জেলেকে ফেরত আনলো বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, ফেব্রুয়ারি ৩, ২০১৮
পাঁচ জেলেকে ফেরত আনলো বিজিবি

কক্সবাজার: টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়ার নাফ নদীতে মাছ শিকারে সময় ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি জেলেকে ফেরত নিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সঙ্গে সমন্বয় করে তাদের ফেরত আরা হয়।

বিজিবি সূত্র জানায়, সকালে ৮টার দিকে নাফ নদীতে বাংলাদেশি জেলেরা মাছ ধরতে যায়।

এসময় তাদের লক্ষ্য করে বিজিপি সদস্যরা গুলি ছোঁড়ে। এতে নুরুল ইসলাম (৩৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে সাঁতরে তিনি বাংলাদেশের তীরে দিকে চলে আসেন। পরে ওই নৌকা থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় বিজিপি।

গুলিবিদ্ধ নুরুল কানজরপাড়া গ্রামের ফকির আহমেদর ছেলে। তাকে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের মিয়ানমার থেকে ফেরত আনা হয়েছে।

ছাড়িয়ে আনা বাকিরা হলেন- একই গ্রামের গফুরের ছেলে আজিজুল্লা, মৃত আব্দুর শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের ছেলে শাহালম, আব্বাসের ছেলে রফিক ও  আব্দুল জলিল ছেলে পেডান আলী।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

** ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিজিপি, গুলিবিদ্ধ ১

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।