ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৯, গাঁজা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১২, ফেব্রুয়ারি ৩, ২০১৮
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৯, গাঁজা জব্দ

মেহেরপুর: মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় অ‍াসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে।

পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেন।

এসময় ৫০ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।