ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

মান্দায় এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৮, ফেব্রুয়ারি ২, ২০১৮
মান্দায় এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

নওগাঁ: নওগাঁর মান্দায় ফাতেমা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাড়ি থেকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। ফাতেমা উপজেলার বাথইল গ্রামের আব্দুর  রাজ্জাকের মেয়ে।

সে বাথইল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।

ফাতেমার বাবা আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, পরীক্ষায় অংশ নিতে সকালে আমার মেয়ে সহপাঠীদের সঙ্গে কেন্দ্রে যাওয়ার জন্য বের হয়। কিন্তু একদিন পেরিয়ে গেলেও আমার মেয়ের কোনো খোঁজ নেই।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, এ বিষয়ে মেয়েটির পরিবার এখনও থানায় কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।