ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জানুয়ারি ২৭, ২০১৮
সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

নাটোর: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পুণ্ডরী আলীম মাদ্রাসা মাঠ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান ভুঞা এসব বিতরণ করেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন চেঞ্জ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সরকার, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুল হাই, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড অফিসার সফুরা বেগম, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন, কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল কবীর, চেঞ্জ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকমল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।