ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

নগরকান্দায় বিবাদ ঠেকাতে গিয়ে কৃষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, জানুয়ারি ২৭, ২০১৮
নগরকান্দায় বিবাদ ঠেকাতে গিয়ে কৃষক নিহত

ফরিদপুরের নগরকান্দায় বক ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যকার বিবাদ ঠেকাতে গিয়ে ফিরোজ খান (৫১) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বর্দী ও রজব গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে নিহত ফিরোজ খান বানেশ্বর্দী গ্রামের রজব খানের ছেলে।

তিনি পাঁচ মেয়ে ও এক ছেলের বাবা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বানেশ্বর্দী ও রজব গ্রামের মাঝামাঝি একটি মাঠে বক এসে বসে। ওই বক শিকার করাকে কেন্দ্র করে দুই গ্রামের দুইদল ব্যক্তি সংঘর্ষে লিপ্ত হন। এ সময়ে ওই মাঠে কাজ করছিলেন ফিরোজ খান। দুই দলের বিবাদ ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এলাকাবাসী আরও জানান, ফিরোজ খানের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ মৃত্যুর প্রতিবাদে বানেশ্বর্দী গ্রামের লোকজন রজব গ্রামে হামলা চালিয়ে দুটি বাড়ি ভাঙচুর করেছে। সংঘর্ষের খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, মৃতের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হযেছে।  

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।