ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

পত্নীতলায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, জানুয়ারি ২৭, ২০১৮
পত্নীতলায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ৫

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় জাল টাকা, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল, মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শনিবার (২৭ জানুয়ারি) উপজেলার নজিপুর ঠুকনিপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার চকশিবোরাম গ্রামের গোপালের ছেলে মানিক কুমার (৩০), গাহন গ্রামের সেকেন্দার আলীর ছেলে সামছুল আলম (২৪), চকজয়রাম গ্রামের মকছেদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন মিঠু (২৮), পালপাড়া গ্রামের রঞ্জিতের ছেলে মিঠু কুমার দাস (২৭) এবং নওগাঁর হাপানিয়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে শাওন আলী (২৮)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার শামিম হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উপজেলার নজিপুর ঠুকনিপাড়া মোড় এলাকার মা-মনি ইলেক্ট্রনিক্স অ্যান্ড ডিজিটাল স্টুডিওতে অভিযান চালায়। এসময় বাংলাদেশি দুই লাখ নয় হাজার টাকার জাল নোট, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, একটি কালার প্রিন্টার, দুইটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল সেট এবং নয়টি সিমকার্ড ও তিনটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।  আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ