ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

এসএসসিতে প্রশ্নপত্র ফাঁস রোধে বরিশালে কোচিং বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, জানুয়ারি ২৭, ২০১৮
এসএসসিতে প্রশ্নপত্র ফাঁস রোধে বরিশালে কোচিং বন্ধ 

বরিশাল: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী শনিবার (২৭ জানুয়ারি) দ্বিতীয় দিনের ন্যায় বরিশালে কোচিং সেন্টার গুলোতে মাধ্যমিক পর্যায়ের কোচিং বন্ধ রেখেছে।

তবে সব ধরণের কোচিং সেন্টার বন্ধ থাকবে কিনা এ নিয়ে বিস্তর না জানায় অষ্টম শ্রেণি ও একাদশ শ্রেণি পর্যায়ের কোচিং সেন্টার গুলো চলমান রয়েছে।

সূত্র জানায়, বরিশালে দেড় শতাধিক কোচিং সেন্টারের মধ্যে এসএসসি পর্যায়ে ২৫টি কোচিং সেন্টার রয়েছে।

যেগুলো সরকারের সিদ্ধান্ত মেনে বন্ধ রয়েছে।

অভিভাবকদের দাবি, কেবল কোচিং সেন্টার বন্ধ রেখে প্রশ্নপত্র ফাঁসরোধ করা যাবে না। যেখান থেকে প্রশ্ন ছাপানো হয় সেখানে সরকারের নজরদারি বাড়িয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেই সুফল পাওয়া যাবে।

পাশাপাশি আবাসিক এলাকায় যেসব শিক্ষক কোচিং করিয়ে থাকেন তাদের প্রতিও প্রশাসনের নজরদারি বাড়ানোর কথাও বলছেন অভিভাবকরা।

এদিকে, কোচিং সেন্টারের পরিচালকরা জানান, তারা এখন পর্যন্ত কোনো নোটিশ বা চিঠি পাননি কোন-কোন পর্যায়ের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। এ জন্য তারা এসএসসি পর্যায়ের কোচিং বন্ধ রেখে অন্য গুলোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে অধ্যাপক নাজমুল হোসেন আকাশ নামে এক শিক্ষক বাংলানিউজকে বলেন, যারা শিক্ষার নামে ব্যবসা করছে তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। সভা সেমিনার করে কোচিং সেন্টার বন্ধ করা যাবে না। এক্ষেত্রে অভিভাবকদের সিদ্ধান্ত নিতে হবে তাদের সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়তে চান কিনা।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ