ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে নছিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৮, জানুয়ারি ২৭, ২০১৮
রাজবাড়ীতে নছিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নছিমন উল্টে জুলমা মোল্লা (৫৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর বাজারের পার্শ্ববর্তী বড়ইচারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
জুলমা রাজবাড়ী জেলা সদরের বাণীবহ ইউনিয়নের শিবরামপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা।


   
বালিয়াকান্দি থানার উপ পরিদর্শক (এসআই) অংকুর ভট্টাচার্য্য বাংলানিউজকে জানান, দুপুরে নছিমনে করে ড্রাম ভর্তি মাছ নিয়ে বিক্রির উদ্দেশে বড়ইচারা এলাকা থেকে রাজবাড়ী শহরে যাচ্ছিলেন জুলমা। পথে বড়ইচারা এলাকার একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে নছিমনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ নছিমনে থাকা অপর দু’জন অক্ষত থাকলেও জুলমা নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ