ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

নারীকে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, জানুয়ারি ২৬, ২০১৮
নারীকে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: বর্তমানে দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। এই নারীদের পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেছেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আর দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে কন্যা উৎসবের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন মন্ত্রী।

আমু বলেন, একাত্তরের মহান ‍মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদেরও ব্যাপক অবদান ছিল। ধর্মের দোহাই দিয়ে একটি গোষ্ঠী নারীদের দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নারীদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা আজও অব্যাহত রয়েছে। তাই দেশের অগ্রযাত্রায় আমাদের কন্যাদের দৃঢ় মনোবল নিয়ে প্রতিবন্ধকতা উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির বক্তব্য রাখেন।  

কন্যা উৎসব উদযাপন কমিটির আহবায়ক শারমিন মৌসুমী কেকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  

কন্যা উৎসবে তথ্যচিত্র প্রদর্শন, নাচ-গান, কবিতা আবৃতিসহ নানা আয়োজন ছিল। পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ঝালকাঠির কন্যাদের পদক প্রদান, রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদান ও সম্ভাবনাময়ী কৃতি কন্যাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ সংগীত পরিবেশন করেন।

বাংলা‌দেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, জানুয়া‌রি ২৭, ২০১৮
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ