ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

গৌরনদী থানার ওসি প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, জানুয়ারি ২৬, ২০১৮
গৌরনদী থানার ওসি প্রত্যাহার

বরিশাল: ‘পারফরম্যান্স খারাপ হওয়ায়’ বরিশালের গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে বিষয়টি বাংলানিউজকে জানান বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, পারফরম্যান্স খারাপ হওয়ায় ওসি মনিরুলকে গৌরনদী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী থানা এলাকায় মাদক এবং আইন-শৃঙ্খলার অবস্থা খারাপ থাকায় মনিরুলের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরেকটি সূত্র বলছে, গত বছরের ২২ নভেম্বর বরিশালের গৌরনদীতে কলেজ ছাত্র সাকির গোমস্তাকে (১৮) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামিকে গ্রেফতার করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে পরিদর্শক মনিরুলের বিরুদ্ধে।  

এ ঘটনার তিনদিন পর পুলিশের উর্ধ্বতন পর্যায়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি তদন্তে নামার দুই মাসের মাথায় মনিরুলকে থানা থেকে প্রত্যাহার করা হলো।
 
বাংলা‌দেশ সময়: ০১০৫ ঘণ্টা, জানুয়া‌রি ২৭, ২০১৮
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ