ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মুকসুদপুরে যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জানুয়ারি ২৬, ২০১৮
মুকসুদপুরে যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচনী বিরোধের জের ধরে মাহাবুল মোল্লা (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর জখম করা হয়েছে তার বড় ভাই হাবিব মোল্লাকে (৩২)।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। মাহাবুল ও হাবিব ওই গ্রামের এস্কেন মোল্লার ছেলে।

 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ওই গ্রামের আফসার মোল্লার সঙ্গে আবুল খায়েরের শুরু হয়। শুক্রবার আফসার মোল্লার সমর্থক এস্কেন মোল্লার ছেলে মাহাবুল মুরগি কিনতে যান আবুল খায়েরের পোল্ট্রি ফার্মে। তখন খায়েরের ছেলের সঙ্গে মাহাবুলের কথা কাটাকাটি হয়।  

এর জেরে রাতে খায়েরের লোকজন মাহাবুল ও তার ভাই হাবিবকে ওই ফার্মে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুলকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা চলছে হাবিবের।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ