ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

শেরপুর-ধুনট সড়কে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, জানুয়ারি ২৫, ২০১৮
শেরপুর-ধুনট সড়কে যান চলাচল স্বাভাবিক

বগুড়া: বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের মাঠপাড়া গাড়ামারা খালের ওপর নির্মিত বেইলী ব্রিজের খুলে পড়া পাটাতন মেরামত করায় সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই ব্রিজটি মেরামতের উদ্যোগ নেয় বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

দুপুর ১২টার পর ব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এরপর থেকে আঞ্চলিক এ সড়কটি দিয়ে যান চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে আসে।

বিকেল ৩টার দিকে বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খুলে পড়া পাটাতন ঝালাই দিয়ে ব্রিজটি মেরামত করা হয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্রিজটি ঠিক থাকবে। এ সময় পর্যন্ত ব্রিজটি হয়ে সব ধরনের যান চলাচল করতে পারবে। এরপর ব্রিজটি আবারও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, বৃহস্পতিবার মধ্যে নতুন পাটাতন সংগ্রহ করা হবে। শুক্রবার (২৬ জানুয়ারি) পুনরায় ব্রিজটি মেরামতের কাজ শুরু হবে। খুলে পড়া পাটাতনের স্থলে নতুন পাটাতন বসিয়ে দেওয়া হবে। তারপর ব্রিজটি মোটামুটি ঠিক হয়ে যাবে। যান চলাচলে আপতত আর কোনো সমস্যা থাকবে না যোগ করেন সওজের এই প্রকৌশলী।

এর আগে বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ব্রিজটির পাটাতন খুলে পড়ায় সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ব্রিজ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এমবিএইচ/এএটি

ব্রিজের পাটাতন খুলে শেরপুর-ধুনট যান চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।