ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বান্দরবানে বন্দুক ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, জানুয়ারি ২৫, ২০১৮
বান্দরবানে বন্দুক ও গুলি উদ্ধার

বান্দরবান: বান্দরবান সদর উপজেলার রাজবিলা রাবার ডেম এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বান্দরবান সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রাজবিলা রাবার ডেম এলাকায় অভিযানে যায় সেনা সদস্যরা।

টের পেয়ে দুর্বৃত্তরা আগেই মোটরসাইকেলে করে পালিয়ে যায়।  তবে, দ্রুত পালানোর সময় তাদের হাত থাকা গুলি ও বন্দুক পড়ে যায়। পরে সেনা সদস্যরা সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ও বন্দুকটি উদ্ধার করে।

পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।