ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ঝুট গুদাম ও বাসাবাড়িতে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১১, জানুয়ারি ২৫, ২০১৮
গাজীপুরে ঝুট গুদাম ও বাসাবাড়িতে আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকায় ঝুট গুদাম ও বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া জানান, পারিজাত এলাকায় শান্ত মিয়ার ঝুট গুদামে প্রথমে আগুন লাগে। পরে আগুন বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ঝুট গুদাম ও টিনশেড বাসাবাড়ির ৫টি কক্ষ পুড়ে গেছে।

তিনি জানান, এতে প্রায় আনুমানিক ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।