ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

জঙ্গি সম্পৃক্ততায় ক্যান্টনমেন্ট কলেজের ল্যাব সহকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, জানুয়ারি ২৪, ২০১৮
জঙ্গি সম্পৃক্ততায় ক্যান্টনমেন্ট কলেজের ল্যাব সহকারী আটক

যশোর: যশোরে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জহুরুল ইসলাম রনি (৩৭) নামে ক্যান্টনমেন্ট কলেজের ল্যাব সহকারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

এ সময় তার কাছ থেকে এক কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

আটক জহুরুল ইসলাম রনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

তিনি যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকায় ভাড়া বাসায় থেকে ক্যান্টনমেন্ট কলেজে ল্যাব সহকারী পদে কর্মরত ছিলেন।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে যশোর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ওসি মনিরুজ্জামান এ তথ্য জানান।

আটক জহিরুল ইসলাম জঙ্গি সদস্য জানিয়ে ওসি মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে যশোর শহরের বিমানবন্দর সড়কের তিন রাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি ওজনের দুই রংয়ের বিস্ফোরক, একটি ব্যাগ, একটি মোটরসাইকেল (ঝিনাইদহ-হ-১১-১৮৪২) জব্দ করা হয়।  

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জহুরুল ইসলাম পুলিশের কাছে স্বীকার করে, জেএমবি সদস্য আব্দুল্লাহর নির্দেশনায় দীর্ঘদিন ধরে বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে আসছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক উপাদান আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত জহুরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বছর তিনেক আগে আব্দুল্লাহ ও হাসানের সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি দুই দফা সোডিয়াম, পটাসিয়াম, কার্বোনেট জাতীয় দ্রব্য সিটি কলেজপাড়ার একটি দোকান থেকে কিনে তাদের সরবরাহ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ইউজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।