ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলায় তিনজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, জানুয়ারি ২৪, ২০১৮
গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলায় তিনজনের কারাদণ্ড দণ্ডের আদেশপ্রাপ্তরা

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় কাকলী খাতুন নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের দায়ে একজনের ১৪ ও দুইজনের সাত বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে একজনকে ৫০ হাজার ও বাকী দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।

দণ্ডের আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের হালিম শেখের ছেলে হাফিজ শেখ (৩০), একই উপজেলার শোমসপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২৮) ও কোন্দলবিলা গ্রামের শাহজাহানের ছেলে জুয়েল রানা (২৯)।

এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
 
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শ্বশুরবাড়িতে ঘুমন্ত অবস্থায় জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতর ঢুকে কাকলী খাতুনকে এসিড নিক্ষেপ করে একই গ্রামের হাফিজ শেখ ও তার সহযোগীরা।

এতে কাকলী খাতুনের মুখ ঝলসে যায়। এ ঘটনার পরের দিন কাকলীর বাবা জামিল শেখ বাদী হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।