ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

চুনারুঘাটে অস্ত্রসহ ৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৬, জানুয়ারি ২৩, ২০১৮
চুনারুঘাটে অস্ত্রসহ ৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ ৩ আটক ডাকাত

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বাগবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১টি কাটার, ২টি রামদা ও ১টি দা উদ্ধার করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। এ সময় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ৩ ডাকাত আটক হন।

র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এসময় রাত ৩টার দিকে গোপন সূত্রে খরব পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, গুলিবিদ্ধ ৩ ডাকাত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা এখনও র‌্যাবের হেফাজতে রয়েছেন। তবে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জাুনয়ারি ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।