ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৯, জানুয়ারি ২৩, ২০১৮
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকা: রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে জুয়েল (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে চকবাজারের পূর্ব চুনারুঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জুয়েল পূর্ব চুনারুঘাট এলাকার মুজিবুর রহমানের ছেলে।

 

চকবাজার থানার ডিউটি অফিসার আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১২টার দিকে চুনারুঘাট দ্বীনের আলো জামে মসজিদের পাশে ২-৩ যুবক জুয়েলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে স্বজনরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জুয়েলের মৃত্যু হয়।

আশরাফুল ইসলাম জানান, কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে জুয়েলের স্বজনরা এলাকার সুমন নামের এক যুবককের নাম বলেছেন, তাদের দাবি, হত্যাকাণ্ডে তিনি জড়িত।

ময়না-তদন্তের জন্য জুয়েলের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে জানিয়ে ডিউটি অফিসার বলেন, বিস্তারিত খতিয়ে দেখা  হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।