ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ভৈরবে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, জানুয়ারি ২০, ২০১৮
ভৈরবে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বশির আহম্মেদ (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শ্রীনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বশির ওই গ্রামের রহমত উল্লাহর ছেলে।

র‌্যাব-১৪ এর উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে বশিরকে আটক করা হয়। এসময় তার তার শরীর তল্লাশি করে ৩৮৫ পিস ইয়াবাসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।