ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা  

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, জানুয়ারি ১৯, ২০১৮
নবাবগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা  

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে লালচান বেপারি (৩০) নামে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার ( ১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮দিকে উপজেলার চন্দ্রখোলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত লালচান ওই গ্রামের মহাদেব বেপারির ছেলে।

স্থানীয়রা জানান, দেড় মাস আগে কোনো বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মিনার ও লালচানের মধ্যে মারামারি হয়। এর জের ধরে রাত সাড়ে ৮দিকে প্রতিপক্ষ মিনার সাত-আটজন লোক নিয়ে লালচানকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। পরে তারা তাকে বাড়ির পাশে গম ক্ষেতে নিয়ে রড দিয়ে পেটাতে শুরু করেন। টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যান। গুরুতর অবস্থায় স্থানীয়রা লালচানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ