ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

কটিয়াদীতে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, জানুয়ারি ১৮, ২০১৮
কটিয়াদীতে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে কটিয়াদী বাজার ও বানিয়াগ্রামে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ বাংলানিউজকে বলেন, বিকেলে কটিয়াদী বাজারের একটি দোকানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে চাল ব্যবসায়ী তুলসি রঞ্জনকে দুই হাজার টাকা এবং বানিয়াগ্রামে একটি ধান ভাঙানোর মিলে একই অভিযোগে মিল মালিক সাইফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ার ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।