ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

বানিয়াচংয়ে প্রহরীকে বেঁধে বাজারে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৫, জানুয়ারি ১৮, ২০১৮
বানিয়াচংয়ে প্রহরীকে বেঁধে বাজারে ডাকাতি বানিয়াচংয়ে প্রহরীকে বেঁধে বাজারে ডাকাতি

হবিগঞ্জ: প্রহরীকে বেঁধে রেখে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাঁচ/ছয় নম্বর বাজারের চারটি দোকানে ডাকাতি হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে নিজেদের দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা।

গভীররাতে একদল ডাকাত বাজারের নৈশ প্রহরী বিকাশ রঞ্জনকে মারধর করে বেঁধে রেখে চার দোকানে হানা দেয়। ডাকাতরা এসময় হারুনুর রশিদের ফ্লেক্সিলোডের দোকান থেকে পাঁচটি মোবাইল ফোন এবং সুলেমান আখঞ্জী, হান্নান আহমেদ ও মনছুর বশির মিয়ার ভ্যারাইটিজ স্টোর থেকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে যায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনাটি ডাকাতি নয়, চুরি। বৃদ্ধ প্রহরীকে ভয় দেখিয়ে দোকানের মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।