ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় মাদকবিরোধী গণ-সচেতনতামূলক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, জানুয়ারি ১৭, ২০১৮
গাইবান্ধায় মাদকবিরোধী গণ-সচেতনতামূলক সভা গাইবান্ধায় মাদকবিরোধী গণ-সচেতনতামূলক সভা

গাইবান্ধা: ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ এই স্লোগানে ও মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকবিরোধী গণ-সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় উপস্থিত দুই শতাধিক শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়।

শপথ বাক্য পাঠ করান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল মজিদ।

পরে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।