ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে সোয়া ৪ কোটি টাকার মাদক ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৯, জানুয়ারি ১৭, ২০১৮
ফেনীতে সোয়া ৪ কোটি টাকার মাদক ধ্বংস সোয়া ৪ কোটি টাকার মাদক ধ্বংস বিজিবির

ফেনী: ফেনীতে বিভিন্ন সময়ে উদ্ধার করা প্রায় সোয়া ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে ফেনী শহীদ সালাম স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।  

বিজিবি জানায়, দুপুরে ২০১৬ সালের ২৫ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়েছে।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে- ২৬ হাজার ৯৮ বোতল ভারতীয় মদ, ১৮৯ বোতল ভারতীয় বিয়ার, ৫ বোতল ভারতীয় কোরেক্স, ২ হাজার ৯৭৭ বোতল ফেনসিডিল, ১৩৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৭১ লিটার বাংলা মদ ও ১ হাজার ৬শ’ পিস ভারতীয় টার্গেট ট্যাবলেট। যার আনুমানিক মূল্য প্রায় সোয়া ৪ কোটি টাকা।

ফেনীর জয় লষ্করস্থ-০৪ বিজিবির কর্মকর্তা আবু তৈয়বের সঞ্চালনায় মাদকদ্রব্য ধ্বংস ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান।  

বিশেষ অতিথি ছিলেন- ৪ বিজিবির অধিনায়ক সহিদুর রহমান, ফেনী জেলা প্রশাসক (ডিসি) মনোজ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মনির উজ জামান।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ