ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে ইউএনডিপি’র ত্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, জানুয়ারি ১৭, ২০১৮
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে ইউএনডিপি’র ত্রাণ ইউএনডিপি’র ত্রাণসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে চায়না-ইউএনডিপি বাংলাদেশ ইমারজেন্সি রেসপন্স ইনিসিয়েটিভ এর আরলি রিকোভারি ফেসিলিটি প্রকল্পের মাধ্যমে জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা।  

কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে ত্রাণসামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন- ইউএনডিপি’র রংপুর প্রজেক্ট অফিসের ম্যানেজমেন্ট অ্যাডভাইজার অর্ধেন্দু শেখর রায়, প্রোগ্রাম অ্যানালাইসিস আরিফ আব্দুল্লাহ খান, সদর ইউএনও আমিন আল পারভেজ প্রমুখ।

প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার উলিপুর, চিলমারী ও সদর উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ১৬টি ঢেউটিন, ট্রাংক, স্কুল ব্যাগ, পাতিল, মশারি, বিছানার চাদর, কম্বল ও হাতকরাত দেওয়া হয়েছে।  

প্রাক-বাছাই ও বিতরণে জেলা ও উপজেলা প্রশাসনসহ বেসরকারি এনজিও গণ উন্নয়ন কেন্দ্র (গাক) সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ