ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ১৪ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৮, জানুয়ারি ১৭, ২০১৮
দিনাজপুরে ১৪ মাদক বিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিলসহ ১৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত থেকে বুধবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

এ সময় আটক মাদক বিক্রেতাদের কাছ থেকে ১৯০ গ্রাম গাঁজা, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন ও ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. ফেরদৌস আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে পৃথক ভাবে ৮টি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আটক ১৪ মাদক বিক্রেতাকে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।