ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জানুয়ারি ১৫, ২০১৮
গাইবান্ধায় ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ শুরু ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় তিন মাসব্যাপী ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ শুরু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর বাজারের মাঠে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান খেলাটির উদ্বোধন করেন।  

এরপর সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে খেলাটি চলে।

খেলায় জেলার সাত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছয় ‘তান্ত্রিক’ (পাতা-ফকির) দল অংশ নেয়।

এদিকে, খেলা শুরু হওয়ার পর থেকে প্রতিযোগীরা ‘তন্ত্রমন্ত্র’ দিয়ে পাতাকে মাঠের ছয়টি অংশ থেকে ঝাঁড়-ফুক ও দোয়া-তাবিজ দিয়ে টানার প্রতিযোগিতা করেন। তবে, উদ্বোধনী খেলায় ছয়টি দলের কোনো দলই পয়েন্ট না পাওয়ায় খেলা ‘ড্র’ ঘোষণা করা হয়।

ঐতিহ্যবাহী এ খেলাটি জেলার সদর উপজেলা ছাড়াও ছয় উপজেলার ছয়টি দলকে নিয়ে সাজানো হয়েছে। খেলায় বিজয়ী দলকে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও রানার্সআপ দলকে একটি মোবাইল ফোন পুরস্কার দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ