ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, জানুয়ারি ১১, ২০১৮
রাজশাহীতে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহী মহানগরীর কাপাশিয়ায় বাংলাট্র্যাক ক্রিকেট অ্যাকাডেমি সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে মতিহার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।  

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করার কথা জানিয়েছে পুলিশ।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, স্থানীয়রা দুপুরে ডোবায় মরদেহ ভেসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে কালভার্টের নিচের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। কালভার্টের ওপরে লুঙ্গি ও মাফলার পাওয়া গেছে। এছাড়া ওই বৃদ্ধের পরনে হাফপ্যান্ট ও কালো জ্যাকেট ছিলো। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে তিনি কোনো কারণে ওই ডোবায় নেমে আর উঠতে পারেননি। ঠাণ্ডা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।  

ওই বৃদ্ধের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।