ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

শিমুলিয়ায় মাঝ পদ্মায় ৬ ফেরি আটকা পড়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৯, ডিসেম্বর ১২, ২০১৭
শিমুলিয়ায় মাঝ পদ্মায় ৬ ফেরি আটকা পড়েছে ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটক ৬ ফেরি

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে মাঝ পদ্মায় আটকে আছে ৬টি ফেরি। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় শিমুলিয়া ঘাটে বর্তমানে  ৩ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) গভীর রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল সচল হয়নি।

বিআইডব্লিউটিসির'র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে ফেরিগুলো চলাচল করতে না পারায় মাঝ পদ্মায় আটকে যায়।

বাধ্য হয়ে নোঙর করে রাখতে হয়েছে। বর্তমানে কুয়াশার কারণে ঘাট থেকে কোনো ফেরি ছেড়ে যাচ্ছে না। তবে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো পুণরায় চলাচলের উপযোগী হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।