ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

শিবচরে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, ডিসেম্বর ১১, ২০১৭
শিবচরে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব ফাহিমা আক্তার, মাদারীপুর জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী।  

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচজন জয়িতাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। জয়িতারা হলেন- সফল জননী হিসেবে সাজেদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অজর্নকারী নারী হিসেবে সেলিনা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে লিমা সরকার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সুরাইয়া বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সাহিদা আক্তার।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।