ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, ডিসেম্বর ৬, ২০১৭
আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি আখাউড়া মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি। ছবি: বাংলানউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি বের করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহর প্রদক্ষিণ করে সড়ক বাজারের ডাকঘরের সামনে পতাকা উত্তোলন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহ্বায়ক সেলিম ভূইয়া, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম ভূইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।