ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

নানা কর্মসূচিতে লালমনিরহাট মুক্ত দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৩, ডিসেম্বর ৬, ২০১৭
নানা কর্মসূচিতে লালমনিরহাট মুক্ত দিবস পালন নানা কর্মসূচিতে লালমনিরহাট মুক্ত দিবস পালন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: নানা কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাট মুক্ত দিবস পালন করা হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে আলোচন সভায় মিলিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতিক প্রমুখ।  

বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।