ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

টুঙ্গিপাড়ায় নসিমন উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, ডিসেম্বর ৪, ২০১৭
টুঙ্গিপাড়ায় নসিমন উল্টে নিহত ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা এলাকায় নসিমন উল্টে আসলাম মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন। 

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম মোল্লার বাড়ি উপজেলার কুশলী গ্রামে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আলম জানান, দুপুরে কুশলী এলাকা থেকে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে করে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন আসলাম। পথে গিমাডাঙ্গা এলাকায় এলে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় আহত হন অপর দুই যাত্রী।  

তিনি আরো জানান, দুর্ঘটনার পর নসিমন নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহত দু’জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।