ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মেয়রের স্মরণে পরিচ্ছন্নতা কর্মীদের বাড়তি কাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, ডিসেম্বর ৩, ২০১৭
মেয়রের স্মরণে পরিচ্ছন্নতা কর্মীদের বাড়তি কাজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুতে নগর জুড়ে শোকের আবহ। নিজেদের প্রিয় মেয়রের স্মরণে এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা।

রোববার (০৩ ডিসেম্বর) সদ্যপ্রয়াত মেয়রের জন্য এক ঘণ্টা বাড়তি কাজ করেছেন তারা।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর মো. আব্দুর রাজ্জাক জানান, পরিচ্ছন্নতা কর্মীরা সাধারণত ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত কাজ করে থাকেন।

কিন্তু রোববার তারা প্রিয় মেয়রের সম্মানে স্বেচ্ছায় বাড়তি এক ঘণ্টা কাজ করেছেন।

তিনি বলেন, ডিএনসিসিতে বর্তমানে প্রায় তিন হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। মেয়র আনিসুল হক তাদের জন্য অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছিলেন। তিনি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন নিশ্চিত করতে একটি প্রকল্পও অনুমোদন করেছিলেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন আনিসুল হক।

মরদেহ শনিবার (০৩ ডিসেম্বর) দেশে পৌঁছানোর পর জানাজা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আনিসুল হক।

রোববার ডিএনসিসি প্রধান কার্যালয়সহ সহযোগী ৫টি জোনাল কার্যালয় মেয়রকে সম্মান দেখিয়ে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।