ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ফরিদপুরের মধুখালীতে ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, ডিসেম্বর ৩, ২০১৭
ফরিদপুরের মধুখালীতে ছিনতাইকারী আটক আটক মিশু

ফরিদপুর: ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরমনোহরদী এলাকায় অভিযান চালিয়ে রাছিব খান মিশু (২৬) নামে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের এক সদস্যকে নিজ বাড়ি থেকে আটক করেছে র‌্যাব।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার চাঁদপুর থেকে সালাউদ্দিন মোল্লা মিলন (২৮) মোটরসাইকেল যোগে উপজেলার চাঁদপুর থেকে কাদিরদী যাওয়ার পথে জাহাপুর বাজার পার হয়ে ব্রিজের ঢালে পৌঁছালে অভিযুক্ত রাছিব খান মিশুসহ আরো ২ জন তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্যরা মিলনকে মারধর করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ফরিদপুর ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, বিষয়টি র‌্যাব ফরিদপুর ক্যাম্পকে জানানো হলে বিকেল ৪টার দিকে মিশুকে ছিনতাইকৃত মোটর সাইকেলসহ তার বাড়ি থেকে আটক করা হয়।  

এ ঘটনায় সালাউদ্দিন মোল্লা মিলন বাদী হয়ে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক আসামি এবং উদ্ধারকৃত মোটর সাইকেলটি মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।