ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, ডিসেম্বর ৩, ২০১৭
৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর

ঢাকা: ৩৮ তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর (শুক্রবার) গ্রহণ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন রোববার (০৩ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
 
২৪টি ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদ নিয়োগের জন্য গত ২০ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।


 
এবার প্রিলিমিনারি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নিজেদের পছন্দমতো উত্তর করতে পারে সেজন্য বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রশ্ন করা হবে।
 
আর দু’জন পরীক্ষক দিয়ে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। দুই পরীক্ষকের মধ্যে ২০ শতাংশ নম্বরের পার্থক্য হলে তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
 
এবার ১৩টি সাধারণ ক্যাডারে ৫২০টি পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি, সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমআইএইচ/আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।