ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

আলোচনা করেই রোহিঙ্গা ইস্যুর সমাধান করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, ডিসেম্বর ৩, ২০১৭
আলোচনা করেই রোহিঙ্গা ইস্যুর সমাধান করবে সরকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ফটো

কক্সবাজার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের সঙ্গে সংঘাতে জড়াবে না বাংলাদেশ। শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে সরকার।

রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সরকার ব্যাপক সফল হয়েছে।

বিশ্বের প্রায় সব দেশ রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। যার মনগড়া সমালোচনা করে এটি তাদের অভ্যাসে পরিণত হয়েছে।  

‘ইতোমধ্যে রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে সমঝোতা সম্পাদিত হয়েছে। খুব দ্রুততার সঙ্গে এই চুক্তি বাস্তবায়ন হবে। ’ 

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার পাশ্ববর্তী দেশের সঙ্গে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে। এতে যোগ্য নেতৃত্ব দিচ্ছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
টিটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।