ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে হানাদার মুক্ত দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, ডিসেম্বর ৩, ২০১৭
ঠাকুরগাঁওয়ে হানাদার মুক্ত দিবস পালন

ঠাকুরগাঁও: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

রোববার (০৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর মেয়র আকবর হোসেন। জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদিউদ্দৌজা বদর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

১৯৭১ সালের ০৩ ডিসেম্বর ঠাকুরগাঁও মহকুমা প্রথম শক্রমুক্ত হয়। ০২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে হটিয়ে ঠাকুরগাঁও শহর দখল করে নেয়। পরদিন সকালে ঠাকুরগাঁওকে পাকহানাদার মুক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।