ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কোটালীপাড়া মুক্ত দিবসে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, ডিসেম্বর ৩, ২০১৭
কোটালীপাড়া মুক্ত দিবসে নানা আয়োজন

গোপালগঞ্জ: ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় গোপালগঞ্জের কোটালীপাড়া। 

দিবসটি উপলক্ষে রোববার (০৩ ডিসেম্বর) উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।

সভায় অন্যান্যের মধ্যে সাবেক কমান্ডার সামচুল হক, আব্দুল মালেক সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী সরকার, সাবেক ডেপুটি কমান্ডার মুজিবুল হক ও আবুল কালাম দাড়িয়া বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে হেমায়েত বাহিনী প্রধান বীর বিক্রম হেমায়েত উদ্দিনসহ সব শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।