ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মিরপুরে যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, ডিসেম্বর ৩, ২০১৭
মিরপুরে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুরে সুজন(৩২)নামে এক যু্বকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০২ ডিসেম্বর) দিবাগত রাতে মিরপুরের সেনপাড়া এলাকায় আল হেলাল স্পেসালাইজড হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, সুজন সেনপাড়া এলাকার ৩২৪ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

শনিবার রাতে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুটি রহস্যজনক হওয়ায় মরদেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সুজনের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।