ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

এসিড নিক্ষেপ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, নভেম্বর ২৭, ২০১৭
এসিড নিক্ষেপ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ঈশ্বরদী (পাবনা): এক নারীকে এসিড নিক্ষেপের ঘটনায় আয়তাল হক (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক শরনিম আকতার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের আজিম উদ্দিনের মেয়ে নাসিমা আকতার নাসরিনকে (৩০) একই এলাকার আয়নাল হকের ছেলে আয়তাল হক প্রায়ই উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় মুলাডুলি উত্তরপাড়ায় আয়তাল নাসিমার মুখে ও শরীরে এসিড নিক্ষেপ করে।

এ ঘটনায় এসিড দগ্ধ নাসিমার মা জাহেদা বেগম বাদী হয়ে এসিড অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১০ সালের ২১ জানুয়ারি উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২৩ সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন খোন্দকার আব্দুল জাহিদ রানা এপিপি এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন তৌফিক ইমাম ও আব্দুস সামাদ কিরন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।