ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩২, নভেম্বর ২৭, ২০১৭
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের ঢেলাপীর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে তৈয়ব আলী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তৈয়বের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার দারাহাটে।

তিনি দু'দিন আগে ছেলে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নূরুজ্জামানের ভাড়া বাসায় বেড়াতে এসেছিলেন।

 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএস লুৎফর রহমান জানান, সকালে ঢেলাপীর নামক স্থানে রেললাইন পার হচ্ছিলে ওই ব্যক্তি। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন রকেটে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।