ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

করিমগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, নভেম্বর ২৬, ২০১৭
করিমগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আব্দুল মান্নান (২৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) সকালে উপজেলার জাফরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এরপর সন্ধ্যায় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

 

আব্দুল মান্নান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলাইন্নাবাজার গ্রামের জলিল হাওলাদারের ছেলে।

ওসি মো. মজিবুর রহমান বাংলানিউজকে জানান, আব্দুল মান্নান করিমগঞ্জের আনন্দবাজারে একটি ভাড়া বাড়িতে থেকে হোটেল ও জুতার ব্যবসা করতেন। শনিবার (২৫ নভেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ