ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, নভেম্বর ২৬, ২০১৭
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে সচিব (দেড় বছর) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ভাদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সচিব ভাদালিয়া এলাকার বেলঘরিয়া গ্রামের ইসরাফিল মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পড়ে যায় সচিব। একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

স্থানীয়রা তাৎক্ষণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ