ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেট সীমান্তে ভারতীয় মদের চালান জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১০, নভেম্বর ২৬, ২০১৭
সিলেট সীমান্তে ভারতীয় মদের চালান জব্দ জব্দ করা মদের চালান-ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেট সীমান্ত থেকে ভারতীয় মদের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

শনিবার (২৫ নভেম্বর) দিনগত রাতে গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি মুসলিমপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় মদের চালানটি জব্দ করা হয়।  

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জয়নাল আবেদীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল অফিসার চয়েস মদ জব্দ করা হয়।

 

জব্দ করা মদের মূল্য আনুমানিক ২ লাখ ৭ হাজার টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ